Announcement:

Language:  

                                                           শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

 

রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমী অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিস্থান । বিদ্যালয়টি ১ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত কৃর্তক সীকৃতি প্রাপ্ত এবং ১৮৯৮ খ্রিস্টাব্দ তারিখ স্থাপিত । বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভ্রাতৃদ্বায় স্বর্গীয় সুদর্শন চক্রবর্তী এবং স্বর্গীয় অনুকুল চন্দ্র চক্রবর্তী উভয়ের পিতৃদের স্বর্গীয় বিশ্বেশ্বর চক্রবর্তী বিদ্যালয়টি সর্বপ্রথম সাগর পাড়াই যাদব পণ্ডিতের পাঠশালাই এর বিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম আরম্ভ করে । পরবর্তীতে তা “ রাজশাহী একাডেমী” নামে” পাবলিক লাইব্রেরী” প্রাঙ্গণের একাংশ কাজ আরম্ভ করে। বিদ্যালয়টি সুপ্রতিষ্ঠিত করার লক্ষে যারা মুক্ত হস্থে অর্থ সাহায্য করেছিলেন তাদের মধ্যে নাটরে জেলা আন্তগত খাজুরার তৎকালীন জমিদার জনহিতৈষী  জীবন্তিনাথ খাঁ এবং জ্ঞানেন্দ্র নাথ খাঁ এর নাম বিশেষভাবে উল্লেখ্য  যোগ্য । তাদের বদানতার প্রতি  শ্রদ্ধা  প্রদর্শনের নিমিত্তে তাদের পিতৃদের “ভোলানাথ খাঁ“ এর নাম বিদ্যালয়ে নামের পূর্বে যোগ হওয়ায়  বিদ্যালয়টি পূর্ব নাম পরিবর্তিত করে “ভোলানাথ একাডেমী ” হয়।১৯৩৫ খ্রিস্টাব্দ চক্রবর্তী ভ্রাতৃদ্বায়  তাঁদের পিতৃদের স্বর্গীয় বিশ্বেশ্বর বিদ্যালয় পরিচালক মহাশয়ের নাম যুক্ত করে বিদ্যালয়টি নামকরন করেন “ভোলানাথ বিশ্বেশ্বর একাডেমী” ১৯৩৯খ্রিস্টাব্দ বিদ্যালয় পরিচালক মণ্ডলীর প্রস্তাবনানুয়ায়ি কলিকাতা বিশ্ববিদ্যালইয়ের তদানীন্নন উপাচার্য মাননীয় আজিজুল হক সাহেবর অনুমোদন লাভ করে এ বিদ্যালয়ের নামের সহিত “হিন্দু” কথাটি যুক্ত হয়ে বিদ্যালয়ের নাম করন হয় “ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমী ” ।